ইকোপার্ক থেকে ভালুক-ক্যাঙ্গারু-হরিণের চামড়া ও বন্যপ্রাণী জব্দ

বাগেরহাটের রণজিৎপুরের চন্দ্রমহল ইকোপার্কে র‌্যাবের অভিযানে বিভিন্ন প্রকার বন্যপ্রাণীর চামড়া ও বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। সোমবার সকালে খুলনা র‌্যাব-৬ এই অভিযান পরিচালনা করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।

এ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা একটি ভালুকের চামড়া, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি তিমির কঙ্কাল, ছয়টি হরিণের চামড়া, পাঁচটি অস্ট্রেলিয়ান ঘুঘু, ছয়টি হরিণের শিং, একটি কুমির, ছয়টি উটপাখি, একটি ময়ুর, দুটি মাছমুড়াল পাখি, সাতটি বক, পাঁচটি বানর ও ‍দুটি কচ্ছপ জব্দ করা হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে র‌্যাব এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী ওই চামড়া ও বন্যপ্রাণীর বৈধ কাগজপত্র না থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন। এ সময় পার্ক কর্তৃপক্ষ নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।