বেনাপোলে বোমা ও বিস্ফোরকসহ গ্রেফতার ৪

যশোরের বেনাপোলে বোমা তৈরির সময় চার জনকে আটক করেছে পুলিশ। পুটখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে বোমা তৈরি করেছিল তারা। শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পোর্ট থানা পুলিশ। 

আটককৃতরা হলো মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২২), গোলাম হোসেন মোড়লের ছেলে আলী হোসেন (২৫), জমির মোড়লের ছেলে সজীব হোসেন (২৪) এবং কদমতলা বারপোতা গ্রামের তোফাজ্জেলের ছেলে আজগর আলী (৫৪)।

পুলিশ জানায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল বোমা  তৈরি করছিল। এমন সংবাদে তাদের আটক করে পুলিশ। এ সময় বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

পোর্ট থানার ‍ওসি মামুন খান বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হবে।