কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত সড়কের আব্দুল মোতালেবের ছেলে খলিলুর রহমান, জামিরুল ইসলাম জাম্বুর ছেলে মীর সাইমুম ওরফে জিতু, মৃত খাদিমুল ইসলাম টুলুর ছেলে জুয়েল রানা এবং মজিবর রহমান জিন্নাহর ছেলে মিতুল। 

রায় ঘোষণার সময় খলিলুর রহমান, জিতু ও মিতুল আদালতে উপস্থিত ছিলেন। তবে জুয়েল পলাতক রয়েছেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হাওয়ায় এই মামলায় পাঁচ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ অক্টোবর বিকালে কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে রেজাউলের গলা কাটা লাশ ড্রেনে দেখতে পায় স্থানীয়রা। পরে রেজাউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর নিহত রেজাউলের বড় ভাই রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

২০১১ সালের ২২ এপ্রিল মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ১৩ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন। 

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, রেজাউল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত এক আসামি পলাতক রয়েছে।