দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মেম্বার প্রার্থীর মৃত্যু

ঝিনাইদহে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত স্বতন্ত্র মেম্বার প্রার্থী মাহমুদুল হক পলাশ মারা গেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। পলাশ টিকারী গ্রামের এমদাদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী আবু সাঈদ শিকদারের নির্বাচনি প্রচারণা চলছিল। এ সময় লক্ষ্মীপুর গ্রামের দুই মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই টিকারী বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শহিদুল ইসলাম শিকদারের নির্বাচনি কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভা‌ঙচুর করা হয়। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী পলাশকে মারধরের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে পলাশ নিজ বাড়িতে মারা যান।

খবর পেয়ে সকালে নাড়িকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই তৌহিদুর রহমান জানান, সকালে মাহমুদুল হক পলাশের মৃত্যুর খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শিকদারের সমর্থকরা প্রথমে ইট পাটকেল ও পরে পিটিয়ে আহত করে। 

পলাশের স্ত্রী শিউলি বেগম জানান, ‌সকালে ঘুম থেকে উঠে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পলাশ বলেন, বুধবারের রাতের মারধরে বুকে ও হাতে ব্যথা পেয়েছেন। একটু পর ‌‘বুক ফেটে গেল, বুক ফেটে গেল’ বলতে বলতে মারা যান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।