খুলনা বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ শুরু

খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (২০ ডিসেম্বর) খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ এ তথ্য জানান।

আমিরুল আজাদ বলেন, ‘সোমবার সকালে খুলনার যশোরে ৮ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর খুলনায় তাপমাত্রা রয়েছে ১১.৬ ডিগ্রি। খুলনা জেলায় এখনও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। দু-একদিনের মধ্যে এ জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি জানান, ১০ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রির নিচে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।