সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় জেলের মৃত্যু

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় মজিবর গাজী নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার লাশ উদ্ধারের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বন বিভাগ। 

বন বিভাগের কর্মকর্তারা জানান, সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনের পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় মজিবর গাজীর মৃত্যু হয়। তিনি গাবুয়া এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। একপর্যায়ে সুন্দরবনের ভেতর থেকে মজিবর গাজীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সব প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বন আইনের নিয়ম অনুযায়ী ওই জেলের পরিবারকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে। 

তিনি আরও বলেন, চলতি বছর সুন্দরবনে বাঘের হামলায় চার জেলে নিহত হয়েছেন। একই সময়ে এক জেলে আহত হন। এর মধ্যে দুই জনের পরিবারকে ছয় লাখ টাকা অনুদান দিয়েছে বন বিভাগ।