৪ গুণ বেশি ভোট পেয়ে তৃতীয় লিঙ্গের শম্পার জয়

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নে সদস্য পদে তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি জয়লাভ করেছেন। তিনি ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন।

হেলিকপ্টার প্রতীকে শম্পা খাতুন পেয়েছেন দুই হাজার ১০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাবিয়া খাতুন সূর্যমুখী প্রতীকে ৫১৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বীর তুলনায় শম্পা প্রায় চারগুণের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে মোট তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শম্পা খাতুন জানান, ফুলহরি গ্রামে তার বিয়ে হয়েছিল। তবে সংসার করা হয়নি। মাঝে মধ্যে এই গ্রামে আসেন এবং এই ইউনিয়নের ভোটার। তাছাড়া করোনাকালে তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। এলাকার সাধারণ মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে বলেন। সে কারণেই তার নির্বাচনে অংশ নেওয়া। মানুষ যে আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছেন, সেই আশা পূরণে তিনি কাজ করে যাবেন বলে জানান।

এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু নির্বাচিত হন।