ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম আওলাদ হোসেন (৭০)। তিনি সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর ১টার দিকে ওই জমিতে গেলে চাচা-ভাতিজার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আওলাদ। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, ‘আওলাদ হোসেন নামের ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা যান। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

এ ব্যাপারে ওসি বলেন, ‘এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’