বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে-পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেহেদি হাসান স্বপন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। স্বপন উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর মধ্যে বিরোধ চলছে। স্বপন জুলফিকারের সমর্থক ছিলেন।

নিহতের বোনজামাই লিমন হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হলে সেখানে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতরাতে দুর্বৃত্তদের হামলায় আহত একজন মারা গেছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।