যশোরে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়ালো

যশোরে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা গেছে, ২৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, হাসপাতালের রেড জোনে ১১ ও ইয়েলো জোনে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।