টিসিবির তেল রাখায় দোকান সিলগালা

সাতক্ষীরায় অভিযান চালিয়ে দোকান থেকে টিসিবির বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ মার্চ) দুপুরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারে সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না টানানোয় দুই হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারের টিসিবির ডিলার সিরাজুল ইসলামকে। পরে মেসার্স মায়ের দান এন্টারপ্রাইজে টিসিবির দুই লিটারের ২০৭ ও ২০০টি খালি বোতল রাখায় প্রতিষ্ঠানের মালিক আমজাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তেলভর্তি ও খালি বোতলগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, শহরের হাটের মোড় এলাকার ঠিকানা হোটেলকে ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে রাখা এবং মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিড ও স্যাকারিন মেশানোর অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল আমিন হোটেলকে।