কাজী নাবিল আহমেদের সুস্থতায় যশোরে মসজিদে মসজিদে দোয়া

করোনা আক্রান্ত যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সুস্থতা কামনা করে যশোরের ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ৯ ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজের পর দলীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

গত বুধবার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ হন এমপি কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার তিনি নিজেই ফেসবুক পেজে করোনা আক্রান্তের খবর জানান। বর্তমানে তিনি ঢাকার বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

কাজী নাবিল আহমেদের সুস্থতা কামনায় যশোরের মসজিদে দোয়া

তার করোনা আক্রান্তের খবর পেয়েই যশোর আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শুক্রবার জুমার নামাজের পর যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়া, যশোর সদর উপজেলার হৈবতপুরে ইউনিয়ন চেয়ারম্যান আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়নে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, ইছালী ইউনিয়নে চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমীন, নওয়াপাড়া ইউনিয়নে যুবলীগ নেতা কেরামত আলী ও বি এম জাকির হোসেন, উপশহর ইউনিয়নে ফারুক আহমেদ কচি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জাবের হোসেন জাহিদ ও মেহেদী হাসান শান্তি, কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান শরিফুল ইসলাম ও শাহিদুর রহমান শহিদ, চুড়ামনকাটি ইউনিয়নে চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, দেয়াড়া ইউনিয়নে প্রভাষক লিয়াকত আলী, আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নে সেলিম রেজা পান্নু, রামনগর ইউনিয়নে শেখ আলাউদ্দিন মুকুল, ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, কচুয়া ইউনিয়নে শাহের খান রবি, নরেন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান রাজু আহমেদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।