খুলনার শিরোমণি এলাকার গ্যারেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামি সুমন (২৭) ও আল-আমিন মল্লিক (২২)।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক তাদেরকে জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আসামিদের গ্রেফতারে র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে, আসামি বাগেরহাটের চিতলমারী থানা এলাকায় অবস্থান করছে। ২১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে আভিযানিক দলটি চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে সুমন ও মল্লিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা।
এর আগে এই মামলার আসামি গ্যারেজ মালিক আব্দুল মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ।