বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় ইলিয়াস হোসেন (৫৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে।

ইলিয়াস হোসেন ঝিনাইদহের কা‌শিপুর গ্রা‌মের ইজ্জত আলীর ছে‌লে। ফকিরহাট মডেল থানায় দায়িত্বরত ছিলেন তিনি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, সকা‌লে মোটরসাই‌কেলে কাটাখালীর দিকে যাচ্ছিলেন ইলিয়াস। কাকডাঙ্গা এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াস। 

লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।