জেলের জালে আটকে পড়া পদ্ম গোখরার ঠাঁই হলো সুন্দরবনে 

জেলের মাছ ধরা জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকালে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরছিলেন। তখন ওই জেলের জালে একটি বিষধর পদ্ম গোখরা সাপ ধরা পড়ে। পরে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের দফাদার সাপটিকে সেখান থেকে উদ্ধার করে বন বিভাগের বাগেরহাট বিভাগীয় দফতরে (পূর্ব সুন্দরবন বিভাগ সদর দফতর) দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের দেওয়া খবরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির সাপটি নিয়ে আসেন। তিনি সোমবার দুপুরে করমজলের বনের অভ্যন্তরে অবমুক্ত করেন।

আজাদ কবির বলেন, ‘সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ। এ সাপটি ৫ ফুট লম্বা।’

তিনি আরও বলেন, ‘কোনও প্রাণীই অযথা কাউকে আক্রমণ করে না, যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়। সাপ হলেও এ প্রাণী পরিবেশের বাস্তুসংস্থানের (ইকোসিস্টেম) অংশ। তাই বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাপসহ কোনও প্রাণীই না মেরে আমাদের খবর দিলে আমরা তা উদ্ধার করবো। সেটিকে প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবি, কেউ কোথাও কোনও বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোনও প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদের জানাবেন, এটি আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।’