যুবককে গাছে বেঁধে সুদের টাকা আদায়, ২ ভাই গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে (৩৫) গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বিশারীঘাটা গ্রামের চাঁনমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খান (২০)। শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সুদের টাকা আদায়ের জন্য প্রতিবেশী যুবককে শুক্রবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে তালা মেরে আটকে রাখে মিলন ও মিরাজ। স্থানীয়রা এই ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নজরে আসার পর সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে মিলন ও মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী বলেন, ‘লাভ হিসেবে ১শ’ মণ ধান দেওয়ার শর্তে তিন বছর আগে মিলন খানের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলাম। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা দুই ভাই। ৩টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হই।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।