তিন ব্যবসায়ীর গুদামে ২ লাখ লিটার ভোজ্যতেল

খুলনায় দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) খুলনার বড় বাজারে র‍্যাব ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।

জব্দ তেলের মধ্যে সয়াবিন ৭৩ হাজার ৩২ লিটার এবং এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল। তিন ব্যবসায়ীকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। সকাল সোয়া ১০টা থে‌কে অ‌ভিযান চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে।

র‍্যাব-৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পে‌রে অ‌ভিযান চালানো হয়। সরকারি নিয়মনী‌তি উ‌পেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভ‌বিষ্যতে এ সংকট তারা তৈ‌রি না করতে পা‌রে, সেজন্য জ‌রিমানা করা হয়েছে। তবে জনস্বা‌র্থে অ‌ভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদেরকে জরিমানা করা হয়। সেই সঙ্গে নির্ধারিত দামে তেল বিক্রি করতে বলা হয়েছে।