বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি, সাংবাদিকসহ আহত ৪

চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড হয়ে গেছে মাগুরা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। এ সময় বিএনপির তিন নেতা ও এক সাংবাদিক আহত হয়েছেন।

রবিবার (১৫ মে) দুপুরে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সরকার পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভা শুরু হয়।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সমাবেশে প্রথমে জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় মাইক কেড়ে নেয় পুলিশ। সেই সঙ্গে লাঠিচার্জ শুরু করলে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। চেয়ার ছোড়াছুড়িতে জেলা যুবদলের আহ্বায়ক ওয়াসিকুর রহমান কল্লোল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব রানা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা আহত হন। 

এছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি ফয়সাল পারভেজ। আহতদের মধ্যে কল্লোল মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চলাকালে হঠাৎ মাইক কেড়ে নেয় পুলিশ। পাশাপাশি নেতাকর্মীদের লাঠিচার্জ করে। পুলিশের হামলায় বেশ কয়েকজন নেতা আহত হন।’

সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘অনুমতি না থাকায় দুজন পুলিশ সদস্য গিয়ে শুধু মাইক বন্ধ করে দিয়েছেন। সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেনি। মাইক বন্ধ করে দেওয়ার ক্ষোভে নিজেরা চেয়ার ছোড়াছুড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের ছোড়া চেয়ারে তারাই আহত হয়েছেন।’