লাখ টাকা জরিমানার পর দিনই চেম্বারে ভুয়া চিকিৎসক, ১ বছরের কারাদণ্ড



বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে ভুয়া চিকিৎসা দেওয়ার দায়ে এম এম মনিরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর পরের দিনই তিনি জেলার মোড়েলগঞ্জে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মে) তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসক বাগেরহাট শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

মোড়েলগঞ্জের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেম্বারে রোগী দেখাকালে স্থানীয়রা তাকে আটক করে। পরে মোড়েলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর আওতায় এক বছরের কারাদণ্ড দেন।

এরআগে, মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভুয়া পদবি ব্যবহার করে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করেছিলেন। এ সময় ওই ভুয়া চিকিৎসকের চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। আর কখনও চিকিৎসাসেবা দেবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকাও দিয়েছিলেন তিনি।