ইভিএমে কেউ ভুল ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচনে অনেকে পেশিশক্তির ব্যবহার করতে চান। তবে এর সমাধান হতে পারে ইভিএম। সব রাজনৈতিক ব্যক্তিদের ইভিএম পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ভুল ধরতে পারলেই পুরস্কৃত করা হবে।’ 

শুক্রবার (২০ মে) দুপুরে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, ‘নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিকভাবে নির্বাচন পরিচালনায় বিশ্বাসী। একটি নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত। আমরা সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ এ ছাড়াও হালনাগাদ কাজে জড়িত সবাইকে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা ইলেকশন কমিশন। আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো। সেই গ্রাউন্ডে কোন কোন দল খেলবে- সেটা হচ্ছে বিষয়। তবে আমরা আশ্বস্ত করতে চাই- অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে সর্বাত্মক চেষ্টা করব।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘যেকোনও দল যেকোনও পদ্ধতিতে নির্বাচন চাইতেই পারে। তবে সেটা একসঙ্গে বসে আলোচনা করে আমরা কমিশন যেটা সঠিক মনে করবো সেটার প্রতিফলন হবে। তবে আমরা গ্যারান্টি (নিশ্চয়তা) দিতে পারি স্বচ্ছতার কোনও বিকল্প নেই এবং আন্তরিকতার কোনও অভাব থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইভিএম দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান সম্ভব। পথভ্রষ্ট নেতাকর্মীরা থাকেন, যারা পেশিশক্তি দিয়ে অনেক কিছু করতে চান। এ কারণে তারা ব্যালট বাক্স লুট করার চিন্তা করেন। আঙুলের ছাপ দেওয়ার পর অনেকের মধ্যে অনেক ভুল চিন্তা কাজ করে, এ-কে ভোট দিলে সেটি ডিজিটালভাবে বি-তে চলে যাবে। কিন্তু সেটা সঠিক নয়। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে ডিজিটালাইজেশনের চেয়ে ভালো আর কিছু নেই।’