খেলার সময় নদীতে পড়ে ভাই-বোন নিখোঁজ

খেলাধুলার সময় বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার পারগোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনের দাউদখালী নদীতে পড়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিখোঁজ শিশুরা হলো- পারগোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওমর আলীর শিশুপুত্র আহাদ আলী (৮) ও মো. বেল্লালের শিশুকন্যা জান্নাত (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু বলেন, 'নদীতে পড়ে নিখোঁজ দুই শিশুর ঘর নদীর পাশেই। প্রতিদিনের মতো দুই শিশু নদীর পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ জান্নাত অসাবধানতাবশত নদীতে পড়ে যায়। জান্নাতকে উঠাতে গিয়ে আহাদও নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।'

রামপালের ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, 'নিখোঁজের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এছাড়া বাগেরহাট সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। সবাই মিলে নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।'

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, 'পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।'

/এএম/