এক মিলেই মিললো ৫০০ মেট্রিক টন চাল, লাখ টাকা জরিমানা

বাগেরহাটে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ৫০০ মেট্রিক টন চাল মজুতের অপরাধে মেসার্স বরকত অটো রাইস মিলের মালিক মধু সুধন দামকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই অর্থদণ্ড করেন।

একইসঙ্গে মজুত করা চাল দ্রুত খুচরা দোকানিদের কাছে বিক্রি করতে নির্দেশ দেন। এ ছাড়া শহরের বিভিন্ন রাইস মিল ও গোডাউনের কাগজ-পত্র যাচাই-বাছাই করে বিভিন্ন নির্দেশনা দেন ইউএনও।

ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ চালের বাজার অস্থির করার জন্য একটি সিন্ডিকেট অবৈধভাবে মজুত করছেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে বিসিক শিল্প নগরীর মেসার্স বরকত অটো রাইস মিলে দেখা গেলো, মালিক মধু সুধন দাম তিন মাস ধরে ৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠাননি। এসব চাল মিলে গুদামজাত করে রেখেছেন। 

তিনি আরও জানান, এই অপরাধে মিল মালিক মধু সুধন দামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দ্রুত এসব চাল খুচরা দোকানির কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।