চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধকে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওয়াপাড়া এলাকার মৃত মুনতাজ মন্ডলের ছেলে সাহাবুল ইসলাম ও তার স্ত্রী মারিয়া আহমেদ। রায় ঘোষণাকালে সাহাবুল আদালতে উপস্থিত ছিল। আসামি মারিয়া পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়ার জালাল উদ্দিনের ঘরে চুরি করতে ঢোকে সাহাবুল ও তার স্ত্রী মারিয়া। এ সময় দেখে ফেলায় জালালকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা। দুপুরে জালালের স্ত্রী রিনা খাতুন বাড়িতে এসে দেখেন, প্রধান ফটকের দরজা ভেতর থেকে আটকানো। পরে তাদের নতুন ভাড়াটিয়া সাহাবুলের বাসার গেট দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন, লেপ দিয়ে ঢাকা জালালের গলা কাটা লাশ পড়ে আছে। এ ঘটনায় একই দিন রিনা খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত এই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।’