জাতীয় নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন সাক্কু

আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মনিরুল হক সাক্কু। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন সদ্য অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত এই প্রার্থী।

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনে আমার নেতাকর্মীরা যেভাবে আমাকে ভোট দিয়েছে এবং সহযোগিতা করেছে তা ভোলার মতো নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আমার বাসায় এসেছে। তারা আমাকে অনুরোধ করেছে, যেন জনগণের আস্থাটা আমি রাখি। তাদের অনুরোধে আমি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে নির্বাচন করবো। আমি কারও বিপক্ষে নয়, বরং আমার নেতাকর্মী ও সদর আসনের জনগণের আস্থা রাখতে নির্বাচন করবো।’

যদি বিএনপি মনোনয়ন না দেয়- এমন প্রশ্নে সাক্কু বলেন, ‘আরও অনেক সময় হাতে। সময় কাছে এলেই বোঝা যাবে কী করবো। তবে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি, এটা নিশ্চিত।’

এর আগে, ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তার কাছে ৩৪৩ ভোটে পরাজিত হন সাক্কু। তবে মনিরুল হক সাক্কুর ফলাফল ছিনতাই হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আর তার অভিযোগের বিষয়ে রিফাত বলছেন, ‘এগুলো ভিত্তিহীন’।