‘কালা মানিককে’ বিক্রি করে ঘর তুলবেন কলেজছাত্র

মাগুরার বিপ্লব মণ্ডল রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করছেন। দরিদ্র পরিবারের সব ভার কৃষক বাবার ওপর। থাকার উপযুক্ত ঘরও নেই। একটি ঘর না হলেই নয়। তাই কোরবানির ঈদ সামনে রেখে লালন-পালন করেছেন একটি গরু। আদর করে নাম দিয়েছ ‘কালা মানিক’।

সদর উপজেলার আঠারখাদার কৃষক পরিবারের ছেলে বিপ্লব বলেন, ‘অভাবের সংসারে দুটো বাছুর ছিল। বাবা চেয়েছিলেন, বিক্রি করে দিতে। কিন্তু আমি অনেক কষ্ট করে এ দুটো পালন করছি। এর একটা এবার কোরবানির জন্য প্রস্তুত করেছি। এর ওজন হবে সাত মণের ওপরে। আশা করছি, দুই লাখের বেশি গরুটি বিক্রি হবে।’

তিনি বলেন, ‘বাড়িতে পরিবার নিয়ে খুব কষ্টে থাকি। একটা ঘর না হলেই নয়। বাবার যা আয় তা দিয়ে সংসার চলে না। গরুটা বিক্রি হলে একটা ঘর তুলবো।’

আঠারখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস বলেন, ‘কৃষক পরিবারের সন্তান বিপ্লব অনেক কষ্ট করে পড়ালেখা করছে। আবার পরিবারেও ভূমিকা রাখছে।’