ঈদ জামাতে সংঘর্ষ, আহত ৪

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে মসজিদ কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে চার জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (১০ জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাবেক মেম্বার হাসান আলী (৩৬), একই গ্রামের নূর ইসলামের ছেলে রহমত উল্লাহ (৬২), নজরুল ইসলামের দুই ছেলে নাসির উদ্দিন (৩৭) ও আবদুল ওয়াদুদ (৪৫)। আহতদের বাড়ি উপজেলার জিরেনগাছা গ্রামে।

স্থানীয়রা জানান, ঈদের দিন সকালে জামাতের পর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন আলা ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় সাবেক মেম্বর হাসান আলীর সমর্থকরা তার বক্তব্যে বাধা দেন। এতে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হলে ঈদগাহে আগত মুসল্লিরা দ্রুত ঈদগাহ মাঠ ত্যাগ করেন। পরে দুই গ্রুপের লোকজন ঈদগাহ’র পাশে জিরেনগাছা-নাভারন রোডে লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উক্ত ঘটনায় উভয়গ্রুপের চার জন আহত হন।

শার্শা থানার ওসি মামুন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মারামারির ঘটনায় উভয়গ্রুপের চার জন আহত হন। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।