অসুস্থ বোনের থেকে জোর করে জমি নেওয়ার চেষ্টা ভাইয়ের

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শারীরিকভাবে অসুস্থ এক নারীর জমি জোর করে লিখে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভাই রইস উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার জোড়াদহ গ্রামের লোকমান শাহের ছেলে। মঙ্গলবার (২৬ জুলাই) শহরের সাব রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক এক সাংবাদিক উপস্থিত হয়ে ভিডিও করতে গেলে দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনার দিন তার অসুস্থ বোন জাহানারা খাতুনকে (৫৫) ভ্যানে করে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে দলিলে জোর করে টিপ সই নিচ্ছিলেন। এই সময় সময় অসুস্থ নারী চিৎকার করতে থাকেন। স্থানীয় এক সংবাদকর্মী সেটির ভিডিও ধারণ করেন। এ দেখে দৌড়ে পালিয়ে যান রইস উদ্দিন।

এদিকে, ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। অনেক ফেসবুক ইউজার ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেন।

রুবেল হোসেন নামে একজন কমেন্টে লেখেন, ‘এটি অমানবিক। সভ্য সমাজে সম্পত্তির লোভে একজন মানুষের নিজের বোনের সঙ্গে এমন আচরণ হৃদয়কে মর্মাহত করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

বিষয়টি জানতে বৃহস্পতিবার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কথা হয় দলিল লেখক নওশের আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ওই ব্যক্তি এসেছিল তার বোন তাকে জমি দান করবে- এ বিষয়ে একটি হেবা দলিল (দানপত্র) করতে। সেই অনুযায়ী দলিলটি লেখা হয়েছিল। তবে দলিলে টিপ সই দেওয়ার সময় যখন ওই নারী চিৎকার করে তখন আমরা তাদেরকে ফিরিয়ে দেই।’

রইস উদ্দিন জোর করে দলিলে টিপ সই নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘বোন আমাকে ৯ শতাংশ জমি দান করতে চেয়েছিল। সেই কারণে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে আসি। সে মানসিক ভারসাম্যহীন। অফিসে আসার পর তার শরীর বেশি খারাপ হওয়ায় সে চিৎকার করে। পরে রেজিস্ট্রি না করে ফিরে যায়।’

সাব রেজিস্ট্রার মেহেদী আল হাসান বলেন, ‘ঘটনাটি আমি আপনার কাছ থেকেই প্রথম শুনছি।’ ভাইরাল ভিডিওটি দেখালে তিনি বলেন, ‘এটি চরম অমানবিক। এমন দলিল রেজিস্ট্রির কোনও সুযোগ নেই।’