হত্যা মামলার আসামিকে ‘কুপিয়ে হত্যা’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সেলিম হোসেন (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সেলিম উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক। একই এলাকার হুমায়ন মণ্ডল হত্যা মামলার আসামি ছিলেন সেলিম।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইটভাটায় যাচ্ছিলেন সেলিম। এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুমায়ন মণ্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ৭ মে তার ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার আসামি ছিলেন সেলিম।

সেলিমের ভাই শাহিন আলী বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালে এলাকায় একজন খুন হয়। আমার ভাই সেই মামলার আসামি ছিল। এ নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।