করমজল প্লাবিত, ঝুঁকিতে বন্যপ্রাণী

চার ফুট উচ্চতার জলোচ্ছাসে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ডুবে গেছে। চলতি পূর্ণিমার গোনে ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। রবিবার (১৪ আগস্ট) দুপুরের পর এই অবস্থার সৃষ্টি হয়। এদিকে এত পানিতে বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা করছে বনবিভাগ। 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘আজ সুন্দরবনে সবচেয়ে বেশি পানি হয়েছে। এর আগে তিন ফুট উচ্চতার জলোচ্ছাসে বন প্লাবিত হলেও, আচ চার ফুট পানিতে তলিয়েছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বন। বনের অভ্যন্তরে স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বেশি পানি বাড়ায় বন্যপ্রাণী উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। করমজলের উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে গহীন বনের হরিণও।’

বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা করছে বনবিভাগ

পানি বাড়ায় আবাসস্থল তলিয়ে হরিণ ও বন্য শুকরের বাচ্চার ক্ষতির শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। তবে এখনও পর্যন্ত বনের কোথাও তেমন কোনও প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দমকা হাওয়াসহ মোংলায় বৃষ্টি বেড়েছে। ঘণ্টায় ১৮ কিলোমিটার বাতাসের গতিবেগের সঙ্গে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে। এরপর বৃষ্টি ঝড়ে নিম্নচাপ দুর্বল হবে।’