ঝড়ে গাছ পড়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও মোংলা বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঝড়ে গাছ পড়ে বাগেরহাটে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের প্রধান গ্রিডের তার ছিঁড়ে গেছে। এতে মোংলা বন্দর, শিল্পাঞ্চল, পৌর শহর ও রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঝড়ে গাছ ভেঙে প্রধান গ্রিডের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে বাগেরহাটে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুতের প্রধান গ্রিডের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। তখন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পৌর শহর, রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, মোংলা বন্দর ও শিল্পাঞ্চলসহ আশপাশের কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিল্প এলাকা, ইপিজেডের কারখানা ও তাপ বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে।  

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মোংলা আবাসিক এলাকার প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, বিকালে ঝড়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন সংলগ্ন মহাসড়কের পাশের গাছ পড়ে প্রধান গ্রিডের তারটি ছিঁড়ে গেছে। তখন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন গাছ কেটে সরানোর কাজ চলছে। এরপর লাইনটি জোড়া লাগানো হবে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এই গ্রিড থেকে মোংলা বন্দর, শিল্পাঞ্চল, পৌর শহর ও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ হয়। তার ছিঁড়ে যাওয়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।