বাড়ি ফেরার পথে হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের প্রতিপক্ষের হামলায় রাশিদুল ইসলাম (৫০) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামের কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির সামনে থেকে তিনি হামলার শিকার হন।

নিহতের চাচাতো ভাই টুটুল মোল্লা দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যার পরে তার ভাই রাশিদুল স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের হান্নান মোল্লা, ফেরো বিশ্বাস, ঠান্ডু মুন্সি, ওবায়দুল, মোকাম বিশ্বাস, ইমরোজ মুন্সি, রিপন, নান্নু মুন্সি, কবিরসহ একদল দুর্বৃত্ত তাকে রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। জানাজানি হলে স্থানীয়রা ও বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রামদা এবং সড়কি দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। লাশ বর্তমানে মাগুরা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছি।