সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় ২ লাখ টাকা জরিমানা

পশ্চিম সুন্দরবনের গহীনে অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরায় চার জেলেকে দুই লাখ টাকা জরিমানা করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টায় সুন্দরবনের হানিফেরট্যাক নামক খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত চারটি নৌকা, জাল, ড্রাম ও বৈঠাসহ আহরণকৃত ৪০ কেজি মাছ জব্দ করেন বনকর্মীরা। টরে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের সংরক্ষিত এলাকায় জেলেদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওই জেলেরা গোপনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে মাছ ধরছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পর বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।