যশোরে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর সদর উপজেলায় মো. আলম (৪০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাজিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে যশোরে বসবাস করছেন তিনি।

নিহতের স্ত্রী রোকসানা বেগম জানান, তার স্বামী আলম চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার রাইস মিলে চাকরি করতেন। পরে তারা যশোর শহরে ভাড়া বাসায় থাকতেন। স্বামী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুপুরে চুড়ামনকাটি এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকাল ৫টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোকসানা।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি আমরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। নিহতের স্ত্রী মামলার প্রস্তুতি নিচ্ছেন।’