শিক্ষিকার থাপ্পড়ে কানের পর্দা ‘ফাটলো’ ছাত্রীর

যশোরের চৌগাছা উপজেলার বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিস পারভীনের থাপ্পড়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া পান্না খাতুনের কানের পর্দা ফেটেছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার (৬ নভেম্বর) বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। অবশ্য, সোমবার রাতে ওই ছাত্রীর মা মোবাইল ফোনে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

মঙ্গলবার ওই শিক্ষার্থীর মা যশোরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দিয়েছেন।

অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ওই বিদ্যালয়ে গেলে ঘটনার সত্যতা পান। পঞ্চম ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শিক্ষা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আসলাম হোসেন ও নারগিস পারভীন শিক্ষার্থীদের কারণে-অকারণে মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

অভিযুক্ত নারগিস পারভীন একটি থাপ্পড় মেরেছেন বলে লিখিত দিয়েছেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে মেয়ের গায়ে জ্বর এবং কানে যন্ত্রণার কারণ জানতে চাইলে সব খুলে বলে। পরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক আকিব হোসেন জানান, তার কানের পর্দা ফেটে যেতে পারে। সেখানে পানি জমে রয়েছে। পর্দা ফেটে গেলে অপারেশন করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তাৎক্ষণিক তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত রিপোর্ট জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাৎক্ষণিক তদন্ত করে বিষয়টির সত্যতা পেয়েছেন। তিনি বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।