বঙ্গবন্ধু রেল সেতুর পাইপ নিয়ে বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ

নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর স্টিলের পাইপ (কাঠামোর মালপত্র) নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বেলিজ পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ং শুন’। বুধবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় বন্দরের ৭ নম্বর জেটিতে তিন হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২তম চালান। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, ‘বুধবার সাড়ে ৫টায় জাহাজটি ভিড়েছে। রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকে সেগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।’   

মেশিনারি পণ্য খালাসকারী শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বি অ্যান্ড এম রহমানের খুলনার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। ২৪ ঘণ্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা হবে। এর আগে, ১১টি জাহাজে আসা বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য খালাস করা হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর ওয়াদুদ তরফদার বলেন, ‘দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়ায় এ বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।’

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। এটি দেশের সবচেয়ে বড় রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে চার দশমিক আট কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু।