ঢাকায় আসছেন খুলনা বিএনপির নেতাকর্মীরা, বাস চলাচল বন্ধের সম্ভাবনা নেই

রাজধানীতে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে ঢাকায় আসছেন খুলনা বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে বাস চলাচলে সমস্যার কথা চিন্তা করে আগেই ঢাকায় পৌঁছে গেছেন অনেক নেতাকর্মী। কেউ কেউ বাসযোগে ঢাকায় রওনা দেওয়ার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তবে পথে পথে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তারা। 

এদিকে, বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাস মালিকরা। তারা বলছেন, ‘ঢাকায় বিএনপির কর্মসূচি নিয়ে আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‌‌‘খুলনা বিএনপির ১০ হাজারের বেশি নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন, আরও যাচ্ছেন। তবে পথে পথে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দিচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে। খুলনার আঞ্চলিক রুটেও বাস চলাচলে সমস্যার সৃষ্টি করা হচ্ছে।’

খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বুধবার (০৭ ডিসেম্বর) বিকালে ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর বাসে বসা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘মুক্তির সংগ্রামে শামিল হতে আসছি ঢাকায়। দায়বদ্ধতা থেকেই গণতন্ত্রের এই লড়াইয়ে যুক্ত হলাম।’

খুলনার বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, ‘খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচি নিয়ে আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনও রুটে বাস চলাচলে বিঘ্ন ঘটেনি। ১০ ডিসেম্বর ঘিরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়নি মালিক সমিতি।’