বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে মো. শাহীন (২৯) নামে ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই তুহিন।শাহীন পুটখালী গ্রামের সামসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহীন ভারতীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় গত ১৩ ডিসেম্বর মাদক আনতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যান। গত ১৫ ডিসেম্বর মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাকে মারধর ও নির্যাতন করে। ওই সময় শাহীনের অবস্থা খারাপ দেখে বিএসএফ তাকে চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর শনিবার সকালে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘ভারতের হাসপাতালে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার মৃত্যু কীভাবে হয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি; এমনকি বিএসএফ আমাদের কিছুই জানায়নি।’

পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ায় শাহীনকে আটক করে নির্যাতন করেছিল বিএসএফ। এতে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। কিন্তু আসল ঘটনা কি তা আমি জানি না।’