‘যেকোনও মুহূর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ’

অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। যেকোনও মুহূর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ হবে। বিদ্যুৎ, তেল, গ্যাসসহ দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচি থেকে সরকার পতনের পরবর্তী বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’

বুধবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ গণঅবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

দুদু বলেন, ‘শেখ হাসিনার সময় শেষ। দেশের মানুষ জেগে উঠেছে, কখন কী হয় বলা যায় না। অবিলম্বে পদত্যাগ না করলে করুণ পরিণতি হবে। পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গণতন্ত্র ও মুক্তিকামী বিএনপির নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ এদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে পড়েছে। সরকার একদলীয় শাসন কায়েম করার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ সেটা হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো।’