শিবিরনেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৬

বাগেরহাট সদরের চুলকাঠি এলাকায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফকে বাড়ি থেকে অস্ত্রসহ আটককালে তাকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আটকদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, নাশকতার পরিকল্পনা করতে চুলকাঠি এলাকায় আরিফের বাড়িতে কয়েকজন জড়ো হয়েছেন বলে খবর আসে। পুলিশ গিয়ে আরিফসহ পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে। আরিফসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। 

আরিফ ছাড়া আটক অন্য চারজনের নাম জানা যায়নি।  

এ ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার এবং পুলিশের উপর হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।