জাল এনআইডি তৈরি করতেন তিনি

যশোরে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি মামলার আসামি ইয়াছিন আরাফাত সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর এয়ারপোর্ট রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমদ জানান, যশোরের চৌগাছা উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ইয়াছিন। সেখানে কর্মরত থাকাকালীন জাল এনআইডি তৈরিতে জড়িয়ে পড়েন। হযরত আলী নামের এক ব্যক্তিকে এনআইডি ডাটাবেজে অন্তর্ভুক্তির জন্য ভোটার রেজিস্ট্রেশন করেন ইয়াছিন। পরে হযরত আলীর সঙ্গে এক নারীর ফিঙ্গার প্রিন্ট মিলে যায়। এ বিষয়ে তদন্তে জানা যায় ইয়াছিনের আইডি থেকে হযরতের ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে। 

মোসতাক আহমদ জানান, ইয়াছিনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার মামলা করেন। এরপর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। বৃহস্পতিবার এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেফতার করা হয়।