শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

খুলনার দাকোপে সাত বছরের মাদ্রাসার শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি আসাদকে (২২) এক মাস পর গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬।

র‌্যাব-৬ পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ আজ এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভুক্তভোগী খুলনার দাকোপ থানা এলাকার সাত বছর বয়সী শিশু। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ১৬ জানুয়ারি বিকালে তার নিজ বাড়ির উঠানে খেলছিল। তখন আসামি সেখানে এসে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে আসাদ তার মুখ গামছা দিয়ে চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে মাকে জানায়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটির বাবা বাদী হয়ে দাকোপ থানায় ধর্ষণ করেন। ঘটনার পর থেকে আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরে র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে।