তরুণীকে ১২ দিন বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ১২ দিন বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনমুজুর সাদ্দাম হোসেন ও অজ্ঞাতনামাসহ তিন জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা হয়েছে। 

অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৩) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার একশিরা গ্রামের ওয়াজেদের ছেলে। তিনি মোল্লাহাট থানাধীন এলাকায় দিনমজুরের কাজ করতেন।

এজাহার সূত্রে জানা যায়, সাদ্দাম ওই তরুণীকে ১ ফেব্রুয়ারি অজ্ঞাত স্থানে নিয়ে ১২ দিন ধরে বেঁধে রেখে ধর্ষণ করেন। সাদ্দামের সঙ্গে আরও দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভিকটিমকে সড়কে ফেলে রেখে যান সাদ্দাম। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।