মেয়ের ধাক্কায় ছিটকে ইটের ওপর পড়ে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় ছিটকে ইটের ওপর পড়ে বাবা সানোয়ার হোসেনের (৫২) মৃত্যু হয়েছে। রবিবার  (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার এ ঘটনায় মেয়ে ববিতা খাতুনকে (৩০) আটক করা হয়েছে। 

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের বাসিন্দা ছিলেন সানোয়ার।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে নাতিকে মোবাইলের রিচার্জ করতে পাঠান সানোয়ার। সে না গিয়ে ঘোরাঘুরি করছিল। এতে রেগে মেয়ে ও নাতিকে কুপিয়ে জখম করেন সানোয়ার। এ সময় মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে মাথায় আঘাত পান। পরিবারের লোকজন সানোয়ারকে আলমডাঙ্গা হারদি হাসপাতালে নেয়। পরে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।