মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ যুবক নিহত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মণিরামপুরের হাজরাকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান ওরফে রানা (২৫) এবং রুবেল শেখ (২৪)। রানা খুলনার ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। আর রুবেল যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের সামাদ শেখের ছেলে।।

মোটরসাইকেলে থাকা আরেক তরুণ রাকিব মোড়ল (২১) গুরুতর আহত হয়েছেন। তিনি ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। 

মণিরামপুর পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাতে একটি মোটরসাইকেলে তিন জন খুলনার ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রাম থেকে যশোর-চুকনগর সড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা মণিরামপুর সরকারি কলেজের পাশে হাজরাকাঠি এলাকায় পৌঁছায়। ওই সময় যশোর থেকে মণিরামপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রানা এবং রুবেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলে থাকা আহত রাকিবকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন গুরুতর আহত হন। আমরা আহত মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।