খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি, যাচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে শুক্রবার (৩ মার্চ) তৃতীয় দিনের কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের টানা কর্মবিরতিতে সেখানকার সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি ও দুর্ভোগের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখা বন্ধ রেখেছেন। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল খুলনা যাচ্ছেন। দুপুর ২টায় খুলনার বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে প্রতিনিধি দলটি আলোচনায় বসবেন।

বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, হামলাকারীকে গ্রেফতার ও মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শুক্রবার খুলনায় আসছে। দুপুর ২টায় প্রতিনিধি দলটি চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসবে। ওই আলোচনায় বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসক সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, চিকিৎসকদের টানা কর্মবিরতির কারণে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। ২ মার্চ সকাল থেকেও কর্মবিরতি অব্যাহত রাখা হয়। ২ মার্চ দুপুরে বিএমএর জরুরি সভা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সেখানে শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যায় সাধারণ সভার কথা জানানো হয়।