ঘরের বারান্দায় বড় বোন ও উঠানে পড়েছিল ছোট বোনের লাশ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘরের বারান্দার চৌকিতে বড় বোন ও উঠানের পাটিতে পড়েছিল ছোট বোনের লাশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ভান্ডাখোলা গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন—মোল্লাহাট থানার মৃত রাঙ্গামিয়া শেখের মেয়ে জবেদা বেগম (৭৫) ও তার ছোট আরা বেগম (৭০)। তারা উভয়ে নিঃসন্তান ছিলেন। বিয়ে করে অন্যত্র বসবাস করছেন দুই বোনের স্বামী। এটিকে হত্যাকাণ্ড বলে জানালেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এসএম আশরাফুল আলম।

প্রতিবেশীদের বরাত দিয়ে আশরাফুল আলম বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন জবেদা ও আরা বেগম। বৃহস্পতিবার সকালে তাদের প্রতিবেশী সানজিদা বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় চৌকির ওপর জবেদার এবং উঠানে পাটির ওপর আরা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে দুই বোনের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।’

প্রতিবেশীরা জানিয়েছেন, জবেদা ঘরের বারান্দায় এবং আরা বেগম বাড়ির উঠানে পাটির ওপর প্রতিদিন ঘুমাতেন। তাদের কোনও সন্তান ছিল না। দুই বোনের স্বামীরা অনেক আগেই বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এ অবস্থায় ভাই ওহাব শেখের পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করতেন তারা। গত ১০-১২ দিন ধরে গ্রামে ভিক্ষা করে নিজেরা রান্নাবান্না করে খেয়ে আসছিলেন। এরই মধ্যে এমন ঘটনা ঘটেছে।