রমজানে খাবার হোটেল বন্ধ রাখার দাবিতে মোংলায় মিছিল

রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, খাবার হোটেল বন্ধ রাখা ও প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে বাগেরহাটের মোংলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে আসরের নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা আ. রহমানসহ অন্যান্যরা। 

এ সময় বক্তারা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবি জানান তারা। 

এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় সকল খাবার হোটেল ও প্রকাশ্যে ধূমপান বন্ধে ব্যবসায়ীসহ সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। মূলত রমজানকে স্বাগত জানানো ও রমজানের পবিত্রতা রক্ষায় সকল শ্রেণিপেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে তারা এই কর্মসূচির আয়োজন করেন।