বৃষ্টিতে ৫ টাকার ভাড়া ১০ টাকা চাওয়ায় ঝগড়া, যাত্রীকে ঘুষি মেরে হত্যা

সাতক্ষীরায় পাঁচ টাকার ভাড়া ১০ টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার সময় যাত্রীকে ঘুষি মেরে হত্যার ঘটনায় ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন মিন্টু। গত ১৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারের মোচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমরেজুল ইসলাম মোচড়া মোড় এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ মার্চ) সকালে নীলফামারীর ডোমার থানা এলাকায় মিন্টুর খালাতো বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন, ঘটনার দিন বৃষ্টি হওয়ায় পাঁচ টাকার ভাড়া মোমরেজুল ইসলামের কাছে ১০ টাকা চেয়েছিলেন। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিলঘুষি মারলে আহত হন মোমরেজুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানযোগে মোচড়া মোড়ে আসেন মোমরেজুল ইসলাম। এ সময় বৃষ্টি হওয়ায় পাঁচ টাকার ভাড়া মোমরেজুল ইসলামের কাছে ১০ টাকা চান ভ্যানচালক। এ নিয়ে বাগবিতণ্ডার সময় ঘুষি মারেন। আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হোসেন সাতক্ষীরা সদর থানায় ভ্যানচালক মিন্টুকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।