যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীকে হলে আটকে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে যশোর কোতোয়ালি থানায় তিন জনকে আসামি করে এ মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন–বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী, সালমান এম রহমান ও অজ্ঞাত একজন।

কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদা দাবিতে অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনকে নির্যাতন করা হয়েছে। শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বরের কক্ষে ডেকে নিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত সালমান, শোয়েবসহ তিন জন। এ ঘটনায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সালমান ও শোয়েবকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।