কেমিক্যাল দিয়ে পাকিয়ে ৮ হাজার কেজি আম আনা হচ্ছিল ঢাকায়

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিষাক্ত কার্বাইড মিশ্রিত আট হাজার কেজি আম জব্দ করার পর ধ্বংস করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) রাতে এসব আম জব্দ করে ধ্বংস করা হয়। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে আম পাকার মৌসুম শুরু হওয়ার আগেই অপরিপক্ব আমে বিষাক্ত কেমিক্যাল কার্বাইড মিশিয়ে পরিবহন ও বাজারজাত করে আসছে। এই বিষাক্ত কেমিক্যাল কার্বাইড থেকে মানবদেহে ক্যানসারের মতো ভয়াবহ ব্যাধি পর্যন্ত হতে পারে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থেকে বিপুল পরিমাণ কার্বাইড মিশ্রিত আম বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা ও কৃষি কর্মকর্তা সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাকাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে দুটি ট্রাকভর্তি কার্বাইড মিশ্রিত অপরিপক্ব আনুমানিক আট হাজার কেজি আম জব্দ করেন এবং অসাধু পরিবহনকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকরা কার্বাইড মিশ্রিত অপরিপক্ব আম ধ্বংস করা হয়েছে।